Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক

ইউনিয়নের ইতিহাস

 

জেলা প্রশাসক, ঠাকুরগাঁও মহোদয়ের নং ০৫.৫৫.৯৪০০.০০.০০৯.০০.০০০.১২/২৩৮-স্থানীয় সরকার বিভাগের ২১-৩-২০১২ খ্রিস্টাব্দ তারিখের স্থানবি/ইপ/ইউপি-৩২/২০০৮(অংশ-১)/১৫০ নম্বর পত্রের নির্দেশনার আলোকে ২নং আখানগর ইউনিয়নের মাধবপুর, নওপাড়া, উত্তর বোয়ালিয়া, বোয়ালিয়া ও আরাজী দক্ষিণ বঠিনা মৌজা এবং ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ধর্মপুর, খড়িবাড়ী মৌজার দক্ষিণ পশ্চিমাংশ ও ১নং রুহিয়া ইউনিয়নের ঘেনকা মধুপুর মৌজার পূব-দক্ষিণ অংশ নিয়ে ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদ গঠিত হয়। যা বৃহস্পতিবার মে ২৪, ২০১২ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

 

অতঃপর উপ-সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার ২৯/০৯/২০১২ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং- স্থাসবি/ইপ/ইউপি-০১/২০০৫/৫৯৫ মোতাবেক জনাব মোঃ মোশারফ হোসেন, উপজেলা মাধ্য্যমিক শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও সদর-কে ঢোলার হাট ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়।